রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৮:০২ এএম, ২৯ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

সৃজনশীল পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে মহানগরীর বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর লক্ষ্মীপুর মোড়স্থ রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৭টি বিষয়ে সৃজনশীল পরীক্ষা বাতিল করে আগের পরীক্ষা পদ্ধতি বহাল ও প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলো তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

মানববন্ধনে রাজশাহী কলেজিয়েট সরকারি স্কুল, ল্যাবরেটরি সরকারি স্কুল, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজসহ মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।