শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৪ আগস্ট ২০২০

ঈদের ছুটি শেষে আবারও কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে যান কর্মজীবীরা। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন তারা।

মঙ্গলবার (০৪ আগস্ট) দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের ঢল দেখা গেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাট হয়ে লঞ্চ, স্পিডবোট ও ফেরিযোগে শিমুলিয়া ঘাটে আসতে শুরু করেন ঢাকামুখী যাত্রীরা।

ফেরি স্বল্পতার কারণে অধিকাংশ যাত্রী লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিচ্ছেন। প্রতিকূল আবহাওয়া ও নদীতে তীব্র স্রোত থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বর্তমানে চারটি রো রোসহ সাতটি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে অন্যান্য যানবাহনের চেয়ে মোটরসাইকেলের সংখ্যা বেশি।

Munsigonj

এদিকে, শিমুলিয়া ঘাটে গণপরিবহন সঙ্কটে যাত্রীদের দীর্ঘক্ষণ ঘাট এলাকায় অবস্থান করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। দীর্ঘক্ষণ ঘাটে দাঁড়িয়ে থেকে গাড়ি না পেয়ে বিকল্প পথে গন্তব্যে গেছেন অনেকে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুর নূর তুষার বলেন, ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি। ফেরিতে প্রচুর পরিমাণ মোটরসাইকেল আরোহী আসছেন। অনেক যাত্রী লঞ্চে যাওয়ায় ফেরিতে চাপ কমেছে। ঘাটে বর্তমানে শতাধিক পণ্যবাহী ট্রাকসহ তিন শতাধিক ছোট বড় যানবাহন রয়েছে। সিরিয়াল অনুযায়ী সব যানবাহন পার করা হবে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।