নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৯ অক্টোবর ২০১৫

নেত্রকোনায় সত্যবান হাজং নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদের আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৩ এপ্রিল দুর্পাপুর উপজেলার সীমান্তবর্তী বারোমারি লক্ষ্মীপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সত্যবান হাজংকে পিটিয়ে হত্যা করে একই গ্রামের মৃত আছমত আলীর ছেলে রহিম উদ্দিন (৪৫), মৃত গিয়াস উদ্দিনের ছেলে সরুজ মিয়া (৪০), আমজাদ আলীর ছেলে কাজিম উদ্দিন ও মৃত পরেশ রংদীর ছেলে ধীরেশ সাংমা (৪৮)।  

পর দিন এ ঘটনায় সত্যবান হাজং এর বাবা তুলিশ হাজং বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করলে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন ।

কামাল হোসাইন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।