বিজিবির অভিযানে ৫০ কোটি ৪৩ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ০৩ আগস্ট ২০২০

জুলাই মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকার সমমূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০টি ইয়াবা, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, পাঁচ হাজার ৯৩১ বোতল বিদেশি মদ, এক হাজার ৬১৪ ক্যান বিয়ার, এক হাজার ২১৬ কেজি গাঁজা, দুই কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৭১টি উত্তেজক ইনজেকশন, সাত হাজার ৫৬৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং আট লাখ ৯৪ হাজার সাতটি অন্যান্য ট্যাবলেট।

চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে এক কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, এক হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮ হাজার ৭৭৯টি কসমেটিকস সামগ্রী, দুই হাজার ৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রি-পিস/শার্ট, ১২০টি তৈরি পোশাক, এক হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা-পাতা, চারটি ট্রাক, একটি প্রাইভেটকার, ৯টি পিকআপ, ২২টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা এবং ৫০টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, দুটি বন্দুক, দুটি পাইপগান, একটি এলজি এবং ১১ রাউন্ড গুলি।

এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৪ জন বাংলাদেশি নাগরিক ও চারজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মো. জামাল হোসেন/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।