চাঁদরাতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৩ আগস্ট ২০২০
প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম নিক্সন হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০২ আগস্ট) রাতে গোপালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- মামলার প্রধান আসামি গোপালপুর উপজেলার বন্ধ আজগড়া বাসিন্দা শের আলীর ছেলে ছাত্রলীগ কর্মী মো. মামুন (৩২), একই গ্রামের বাদশা আলমের ছেলে রাজমিস্ত্রি সুজন (২৫) ও বন্দে গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে দর্জি ফারুক হোসেন (২৫)।

ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, গোপালপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বাড়ি গোপালপুর উপজেলার বন্ধ আজগড়া গ্রামে। সোমবার (০৩ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে নিহতের ছোট ভাই আল মামুন তালুকদার বাদী হয়ে ধনবাড়ি থানায় হত্যা মামলা করেছেন।

ঈদের আগের দিন শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের ধনবাড়ী-গোপালপুর সীমানায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম নিক্সনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আমিনুল ইসলাম নিক্সন টাঙ্গাইলের গোপালপুরের হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আলাউদ্দিন তালুকদার ওরফে তারা মিয়ার ছেলে। তিনি গোপালপুরের হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। আমিনুল ইসলাম সপরিবারে ধনবাড়ী উপজেলা শহরে বসবাস করতেন।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।