ঈদের দিনে খেলতে গিয়ে পুকুরে ডুবল শিশু
রাজশাহীর মোহনপুরে ঈদের দিনে খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে মেহেরিন নামের ছয় বছরের এক শিশু।
শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেশরহাটে এ ঘটনা ঘটে। মৃত মেহেরিন হরিদাগাছি এলাকার মামুনুর রশীদের মেয়ে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল শিশু মেহেরিন। ওই সময় পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এএইচ