জমি নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ২০
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে বিরোধপূর্ণ জমি চাষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশত রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
আহতদের মধ্যে ১০ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ২০টি বসতঘর ও চারটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বিরোধপূর্ণ জমি চাষ নিয়ে বালিদিয়ার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমান মিনা এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস সিকদারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে উভয়ের সমর্থকরা দেশী অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এই সংঘর্ষে মহম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গির, কনস্টেবল রকিব ও ফরহাদ আহত হন। ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।