করোনা মোকাবিলায় ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে : এমপি শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:১৪ পিএম, ৩০ জুলাই ২০২০
ভোলার লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নের সাড়ে নয় হাজার দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতীয় দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক ভেদাভেদ ও অহঙ্কার ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ভোলার লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নের সাড়ে নয় হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদের ভিজিএফ চাল বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে সারাবিশ্বে অর্থনীতিতে যে মহামন্দা আসছে তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। দরিদ্র মানুষের সহায়তায় সবাইকে হাত বাড়াতে হবে। মহামারি করোনা দুর্যোগের দুঃসময়ে আর্থিক লাভবান হতে অসৎপথ বেছে নিয়েছেন অনেকে। অর্থের বিনিময়ে ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন অনেকে। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে।

লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু ও ইউপি চেয়ারম্যান আকতার হোসেন।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।