এসিল্যান্ড তানিয়ার করোনা পজিটিভ
কুমিল্লার হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়ার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম শিকদার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া বলেন, শনিবার থেকে কিছুটা অসুস্থবোধ করছিলাম। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসি। বুধবার বিকেলে রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মনোবল হারাইনি। দুদিন পর ঈদ। এই মুহূর্তে খবর পেলাম করোনা পজিটিভ। তাই একটু খারাপ লাগছে। বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছি, স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশনে আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। সবাই দোয়া করবেন।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস