সিরাজগঞ্জে জামায়াত শিবিরের ৫ নেতাকর্মী আটক


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

আটকরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসুদেববাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে ইয়াকুব আলী (২৮), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বোয়ালিয়াচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমিনুল ইসলাম (২৫), কামারখন্দ উপজেলার চরবড়ধুল গ্রামের আমির হোসেনের ছেলে সবুজ উদ্দিন (২৭), সদর উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাশেদুল ইসলাম (২১) ও চান্দপাল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে নাজির উদ্দিন (২৩)।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জাগো নিউজকে জানান, সরকার বিরোধী বিভিন্ন লেখা  পোস্টারে ছাপিয়ে জেলার বিভিন্ন স্থানে আটকরা সেটে দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। আটক করার সময় তাদের কাছ থেকে পোস্টারও উদ্ধার করা হয়েছে। নাশকতাসহ রাষ্ট্র বিরোধী কাজের সঙ্গেও তারা জড়িত। তারা সকলেই জামায়াত শিবিরের রাজনীতির করেন। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

বাদল ভৌমিক/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।