নাটোরের ডিসি-সিভিল সার্জন-অতিরিক্ত পুলিশ সুপার করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৯ জুলাই ২০২০

নাটোরের জেলা প্রশাসক (ডিসি), সিভিল সার্জন ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ও ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত ৪-৫দিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার কোনো শারীরিক সমস্যা নেই।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, তিনি একটু অসুস্থ বোধ করায় নমুনা দিয়েছিলেন। এখন বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত জানান, তার মাথা ব্যথা ও জ্বর থাকায় পুরো পরিবারের করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তিনি ছাড়াও তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে ও বোনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই এখন বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।