টাকা না পেয়ে মাকে বঁটি দিয়ে কুপিয়ে মারল ছেলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৮ জুলাই ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের মাকে খুন করেছেন মাদকাসক্ত ছেলে। এলাকাবাসীর সহযোগিতায় মাদকাসক্ত ছেলে মহর আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে মা ময়সুন্দুরীকে (৭৫) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে মহর।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, মহর আলী দীর্ঘদিন ধরে নেশা করেন। তার বাবা আবদুল মজিদ কয়েক বছর আগে মারা গেছেন। তাদের অভাবের সংসার। সকালে মহর আলী মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি মাকে বঁটি দিয়ে মাথার পেছনে ও কানে কোপ দেন। এতে ঘটনাস্থলেই ময়সুন্দুরী মারা যান।

এদিকে শাশুড়িকে রক্ষায় এগিয়ে আসেন মহরের ছোট ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও প্রতিবেশী চাচা হাকিম মুন্সীর স্ত্রী মোমেনা বেগম। মহর আলী তাদের দুজনকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে মহরকে আটক করেন। চিকিৎসার জন্য মোমেনা বেগমকে গুরুতর অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তাসলিমাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ওই যুবক মস্তিষ্ক বিকৃত বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

এস এম এরশাদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।