উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল ‘নগর চত্বর’ এর নাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৭ জুলাই ২০২০

সিলেট নগর ভবনের সামনে 'সিটি পয়েন্ট'কে নতুন নাম 'নগর চত্বর' লেখা নেমপ্লেট সাটিয়ে নামকরণ করে রোববার সন্ধ্যায় উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে 'নগর চত্বর' এর নেমপ্লেট তুলে ফেলে 'কামরান চত্বর' নামকরণ করলেন সিলেটের ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। আর তাদের সাথে এ কাজে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনেরই চারবারের নির্বাচিত কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ।

চত্বরটি এতদিন ‘সিটি পয়েন্ট’ নামে পরিচিত ছিল। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় নামকরণ পরিবর্তন করেন সিটি মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। কিন্তু সেই চত্বরের নেমপ্লেট খুলে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছবিসংবলিত একটি নেমপ্লেট ‘কামরান চত্বর’ নামের সাইনবোর্ড লাগিয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে এসে রোববার সন্ধ্যায় উদ্বোধন হওয়া ‘নগর চত্বর’ সাইনবোর্ড খুলে ‘কামরান চত্বর’ লেখা নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন।

এসময় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক দেবাংশু মিঠু, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম. রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াসি দিনার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী ও সাইফুল আহমদ ছফু প্রমুখ।

এ বিষয়ে আরিফুল হক চৌধুরীর সঙ্গে কথা বলতে তার ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ছামির মাহমুদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।