পুকুর পাড়ে ভারতীয় ২১টি গরু বেঁধে রেখে গেল কারা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৬ জুলাই ২০২০
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকা থেকে ২১টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে অভিযান চালিয়ে চোরাই পথে আনা এসব গরু উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বদানকারী শ্যামনগর থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে ভারত থেকে চোরাই পথে আনা ২১টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। চোরাই পথে আমদানি করা চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, মথুরাপুর গ্রামের নুর ইসলাম গাজীর পুকুর পাড় থেকে গরুগুলো উদ্ধার করা হয়েছে। নুর ইসলাম বলেন, গরুগুলো কারা বেঁধে রেখে গেছেন আমি জানি না। এটি সুন্দরবন উপকূলীয় এলাকা। গরুগুলো থানায় নেয়া হচ্ছে। ২১টি গরুর আনুমানিক মূল্য সাড়ে দশ লাখ টাকা।

শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, আমি জরুরি মিটিংয়ে বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। পরে জানাতে পারবো।

আকরামুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।