বরিশাল মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ


প্রকাশিত: ১০:২৬ এএম, ২৮ অক্টোবর ২০১৫

ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের বুধবার সন্ধ্যার মধ্যে হল ত্যাগের  নির্দেশ দেয়া হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে এই ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা জানান, গত ১৯ অক্টোবর শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে আল ইমরানকে সভাপতি ও মো. তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি করা হয়। তবে সভাপতি প্রার্থী অনুপ সরকারের অনুসারীরা কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। যার ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে উভয় পক্ষ ক্যাম্পাসে মিছিল বের করলে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জাগো নিউজকে জানান, উত্তেজনা চলার খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে মোতায়েন রয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা জাগো নিউজকে জানান, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের আজ সন্ধ্যার মধ্যে হল ত্যাগের  নির্দেশ দেয়া হয়েছে।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।