করোনায় মারা গেলেন সাতক্ষীরা পৌর আ.লীগের সাবেক সভাপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৬ জুলাই ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ মৃত্যুবরণ করেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আওয়ামী লীগ নেতা আবু সাঈদ (৫৫) সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জানান, ১০-১৫ দিন আগে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হন আবু সাঈদ। এরপর সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল চায়না বাংলায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ৮-১০ দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। আবু সাঈদ ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও কিডনির সমস্যায় ভুগছিলেন।

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার এই আওয়ামী লীগ নেতা। তার মৃত্যুর মধ্য দিয়ে দল একজন একনিষ্ঠ কর্মীকে হারালো।

সাতক্ষীরা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ বলেন, বিভিন্ন মাধ্যমে শুনছি দলের একনিষ্ঠ কর্মী আবু সাঈদ মারা গেছেন। যেহেতু তার পরিবারের কারো সঙ্গে কথা বলা এখনও সম্ভব হয়নি তাই এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না।

অন্যদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জাফরউল্লাহ (৫০) নামে একজন মারা গেছেন। তার নমুনা পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট হাতে পাওয়া যায়নি। তবে ধারণা করছি তিনি করেনায় আক্রান্ত ছিলেন।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।