রাইস কুকারে বিদেশি পিস্তল ও গুলি, দুই ছেলেসহ বাবা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৫ জুলাই ২০২০

যশোরে পুলিশ অভিযান চালিয়ে রাইস কুকারের মধ্যে থেকে ২টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় বাবা ও দুই ছেলেকে আটক করা হয়েছে।

শনিবার ভোরে যশোর সদরের পাগলাদহ এলাকা থেকেই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ সুপার আশরাফ হোসেন।

আটকরা হলেন, পাগলাদহ এলাকার হাসান মোল্লা (৫৮), তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মোহাম্মদ জিন্নাহ (৩০)।

ব্রিফিংয়ে পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশের একটি দল পাগলাদহ এলাকার হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়। ওই সময় তাদের ঘরে রাইস কুকারের ভেতরে রাখা দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। একই সাথে হাসান মোল্লা ও তার দুই ছেলেকে আটক করা হয়। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।