ঈদে বিপুল পরিমাণ জাল টাকা গরুর হাটে ছাড়ার পরিকল্পনা ছিল তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৫ জুলাই ২০২০
আগ্নেয়াস্ত্র ও জাল টাকাসহ গ্রেফতার শাহিন মাতব্বর

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও জাল টাকাসহ মো. শাহিন মাতব্বর (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৮। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ৫০০ টাকার তিনটি জাল নোট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার শাহিন মাতব্বর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামের নুরুল আলম মাতব্বরের ছেলে। শনিবার (২৫ জুলাই) দুপুরে বরিশাল র‍্যাব-৮ এর সদর দফতর থেকে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা বলেন, শাহিন মাতব্বর অস্ত্র ও জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত। ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ জাল টাকা গরুর হাটে ও বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল শাহিন মাতব্বরের। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যাতে প্রতারিত না হন সেজন্য প্রতিরোধমূলক কাজের অংশ হিসেবে র‍্যাবের একটি দল শুক্রবার রাতে গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শাহিন মাতব্বর অস্ত্র ও জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে শনিবার গলাচিপা থানায় সোপর্দ করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে।

সাইফ আমীন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।