পশুর নদীতে কার্গো ডুবির ঘটনায় মামলা


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৮ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

সুন্দরবনের পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় মামলা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বন বিভাগের পক্ষ থেকে চাদপাই রেঞ্জের বন কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতির কথা উল্লেখ করে মংলা থানায় মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে জি আর রাজ কার্গোর মালিক দিল খান এবং চালক বুলু গাজীকে। সুন্দরবন পূর্ব বন বিভাগের পক্ষ থেকে জিএফও শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জি আর রাজ নামের কার্গো জাহাজটি ৫শ ১০ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে খুলনায় যাওয়ার পথে মঙ্গলবার রাত ১০টার দিকে কার্গোটির তলা ফেটে ডুবে যায়। এ সময় ওই কার্গোতে থাকা নাবিকসহ ৯ জন স্টাফ অন্যদের সহযোগিতায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

শওকত আলী বাবু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।