গাইবান্ধায় ভারতীয় মদসহ আটক ২


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৮ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২২ বোতল ভারতীয় মদসহ তারা মেকার (৪৫) ও জাহিদুল ইসলাম (৪০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের লালচামার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা মেকার সুন্দরগঞ্জ উপজেলার ভাটিকাপাসিয়ার দালালপাড়ার ফজলার রহমানের ছেলে ও জাহিদুল ইসলাম ভাটিকাপাসিয়ার ওয়াপদা বাঁধের আবদুল আউয়ালের ছেলে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মোতাল্লেব জানান, তারা মেকার ও জাহিদুল ইসলাম ভারতীয় মদ নিয়ে সুন্দরগঞ্জে আসছিলেন। এমন গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অফিসার চয়ের্স ব্র্যান্ডের ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক তারা মেকার ও জাহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

অমিত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।