বেনাপোলে ১২ হাজার পিস ঘড়ির মোমেন্ট উদ্ধার
বেনাপোল চেকপোস্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ হাজার পিস ঘড়ির মোমেন্ট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নোম্যান্সল্যান্ড থেকে এ পণ্যগুলো জব্দ করা হয়।
যশোর ২৬ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জানান, বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। পরে বস্তা খুলে তার মধ্য থেকে ১২ হাজার পিস হাত ঘড়ির মোমেন্ট পাওয়া যায়। মোমেন্টগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত মালগুলো বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
জামাল হোসেন/এসএস/এমএস