সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা


প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধবিহারে দিনব্যাপি প্রার্থনা, ধর্মীয় আলোচনা, মোমবাতি প্রজ্জলন ও ফানুস উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফানুস উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।

সিলেট নগরের আখালিয়া নয়াবাজারে সিলেট সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সমিতির সভাপতি বাবু সাধন কুমার চাকমার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও প্রবারণা উদযাপন কমিটির আহ্বায়ক বাবু উৎপল বড়ুয়ার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন সিলেট বৌদ্ধবিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদন্ত আয়ু পাল মহাথের।

অনুষ্ঠানে বিশেষ আলোচনা করেন ভদন্ত সম্বোধি ভিক্ষু ও ভদন্ত আনন্দ শ্রীমান, পঞ্চশীল প্রার্থনা করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা বাবু রামেন্দ্র বড়ুয়া, বাবু দিলীপ বড়ুয়া ও অরুণ বিকাশ চাকমা।

"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতির সহসভাপতি জ্যোতিমিত্র বড়ুয়া মিটুল, নিশুতোষ বড়ুয়া, সহসাংগঠনিক সম্পাদক বাবু রাজিব বড়ুয়া, প্রচার সম্পাদক বাবু মিলন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া, সদস্য দেবপ্রিয় চাকমা, পাপ্পু বড়ুয়া প্রমুখ।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।