যাত্রী নিয়ে খালের পানিতে বাস
অডিও শুনুন
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৫ যাত্রী নিয়ে খালে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় ২১ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। প্রশাসনের লোকও ঘটনাস্থলে যাচ্ছে।
মুসাইদ রাহাত/এফএ/এমকেএইচ