উজিরপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৭ অক্টোবর ২০১৫

বরিশালের উজিরপুর উপজেলার হারতা সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদে দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে হারতাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় ১৫৪তম এ নৌকাবাইচ।

প্রতি বছরের ন্যায় লক্ষ্মীপূজার দিন অর্থ্যাৎ লক্ষ্মী দোসরা উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার ফরিদপুর, মাদারীপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়িসহ বিভিন্ন অঞ্চল থেকে ১০টি দল নৌকাবাইচে অংশ নিয়েছে।

b.shal

নৌকাবাইচকে ঘিরে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদের দুই তীরে অন্যান্য বছরের ন্যায় এবারও বসছে বিশাল মেলা। আশপাশের কয়েকটি উপজেলা থেকে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য।

আয়োজক কমিটির সভাপতি হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেন রায় জানান, বিকেল ৪টার দিকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাদারীপুরের রাজৈর উপজেলার রুহি দাসের দল। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে একই উপজেলার বিকাশ গাইনের দল ও কিরন মৃধার দল।

মোট ১০টি এ দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ীদের বিশেষ পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক দলকে একটি করে টেলিভিশন পুরস্কার দেয়া হয়।

b.shal

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপাতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক আ. মজিদ সিকদার, বানারীপাড়া আওয়ামী লীগ সভাপতি সুভাষ শীল প্রমুখ।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।