নওগাঁয় ভুয়া চিকিৎসকের দণ্ড
নওগাঁয় কাইসার উদ্দিন মাহফুজ (৩০) নামে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে শহরের চকমুক্তার এলাকার ল্যাব এইড হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে তাকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে নেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার তাকে কারাদণ্ড দেন। আটক কাইসার উদ্দিন মাহফুজ বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কাইসার উদ্দিন তিন সপ্তাহ ধরে নওগাঁ শহরে অবস্থিত কমপ্যাথ মেডিকেল ক্লিনিকে আল্ট্রাসনো, প্যাথলজি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছিলেন। দুই সপ্তাহ আগে তার দেয়া আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী এক রোগীকে অস্ত্রপচার করার পর ওই রিপোর্ট ভুল প্রমাণিত হয়। পরে ওই চিকিৎসক বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করেন। তার বিষয়ে খোঁজ খবর নিয়ে সনদপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় বিষয়টি এনএসআইকে অবহিত করা হয়।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে এনএসআইয়ের উপ-সহকারী পরিচালক রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।
নওগাঁ সিভিল সার্জন একেএম মোজাহের হোসেন বুলবুল জানান, ভুয়া চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের ব্যাপারে বেশ কিছু অভিযোগ ছিল। সর্বশেষ তিনি একটি রোগীর পিত্তথলীতে পাথর রয়েছে বলে রিপোর্ট দেন।
কিন্তু অস্ত্রপচার করে জানা যায়, তার পেটে কোনো পাথর নেই। তারপর থেকে তার বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়। তার বিষয়ে খোঁজ নিতে বিশেষজ্ঞ চিকিৎসক ইস্কান্দার মীর্জা, আশিক আহমেদ ও ইমাম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, তার ডাক্তারি সনদপত্র ভুয়া। এরপর বিষয়টি এনএসআইকে অবহিত করা হলে তারা তাকে আটক করে।
আব্বাস আলী/এআরএ/এমএস