বাবার সঙ্গে ধানক্ষেতে গিয়ে ভিমরুলের কামড়ে সন্তানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৯ জুলাই ২০২০

ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে আনাস (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বিরুনীয় মহিলা কলেজের প্রভাষক ওমর ফারুক তালুকদার একমাত্র সন্তান।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার সিডস্টোর পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটনা ঘটেছে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিডস্টোর পশ্চিম বাজার এলাকার বাসিন্দা ওমর ফারুক তালুকদার শনিবার (১৭ জুলাই) সকালে তার একমাত্র ছেলে আনাসকে নিয়ে বাড়ির পাশে ধানের ক্ষেত দেখতে যান। সেখানে ফারুক এলাকার কয়েকজনের সাথে কথা বলছিলেন। এ সময় পাশেই পড়ে থাকা তালগাছের শুকনা ডাল সড়াতে গেলে শিশু আনাসকে ভিমরুলে আক্রমণ করে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই বাড়িতে নিয়ে আসেন। পরে রোববার সকালে শিশুটি মারা যায়।

ওমর ফারুকের চাচাতো ভাই মো. আবু সাঈদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে শিশুটি মারা যাবে সেটা কল্পনাও করিনি।একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের লোকজন শোকে কাতর হয়ে পড়েছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।