রাজবাড়ীতে এমবিআরএম বাহিনীর কমান্ডার অস্ত্রসহ গ্রেফতার


প্রকাশিত: ০৯:২২ এএম, ২৭ অক্টোবর ২০১৫

রাজবাড়ীতে নিষিদ্ধ চরমপন্থী এমবিআরএম বাহিনীর আঞ্চলিক কমান্ডার মো. আকরাম হোসেনকে (৪০) ৫টি অস্ত্র ও ১১টি গুলিসহ গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন ড্রিলশেডে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান।

আকরাম হোসেন জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের আন্দারমানিক গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী মো. আকরাম হোসেনকে ১টি নাইম এমএম পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেন। পরবর্তীতে আকরামের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। জবাবে পুলিশও তাদের রক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়।

তিনি আরো বলেন, আকরামের বিরুদ্ধে পোড়াদাহ রেলওয়ে থানা ও রাজবাড়ী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে একাদিক মামলা রয়েছে।

রুবেলুর রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।