ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ
নাটোর শহরের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে শহরের আলাইপুর মহল্লার মুসলিম ইনস্টিটিউটের পাশের ডাস্টবিন থেকে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, কে বা কারা অপরিণত শিশুর মরদেহটি মুসলিম ইনস্টিটিউটের পাশে ডাস্টবিনে ফেলে যায়। এটি পলিথিনে ভরা ছিল। পরে আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে তুলে দেয়া হয় দাফনের জন্য।
স্থানীয়দের ধারণা, অবৈধভাবে শিশুটির জন্ম দিয়ে রাতের অন্ধকারে ডাস্টবিনে মরদেহটি ফেলে রেখে যায় স্বজনরা।
রেজাউল করিম রেজা/এসআর