ইমরান এইচ সরকারকে হত্যার হুমকিদাতা গ্রেফতার


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৭ অক্টোবর ২০১৫

গত সোমবার রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যার হুমকিদাতা সোহেল মিয়াকে (২৫) গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান এইচ সরকারকে হুমকি দেয়ার কথা স্বীকার করেছেন। সোহেলকে রাতেই ঢাকা সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গত ১৭ অক্টোবর ফেসবুকে ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেয়া হয়। আরাফ আল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে এ হুমকি দেয়া হলে ওইদিন বিকেলে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমরান।

ইমরান ওই সময় ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেন, পর্যালোচনা করে দেখা যায়, হুমকিদাতা তার ব্যক্তিগত মোবাইলের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে এই হুমকি দিয়েছেন।
 
আতাউল করিম খোকন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।