হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের নিরাপত্তা জোরদার
রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার বিকেল থেকে এই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা দেখতো সিভিল এভিয়েশনের সদস্যরা। তবে, সোমবার দুপুর থেকে এর সাথে যোগ দেয় পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
সোমবার বিমান অবতরণের আগ থেকে এবং ছেড়ে যাবার আগ পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা ছিলো। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা বহাল থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমান বন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বাড়তি নিরাপত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিভিল এভিয়শনের পাশাপাশি এখন থেকে আইন শৃ্ঙ্খলাবাহিনীর সদস্যরাও কাজ করবে।
রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী জানান, বিমানবন্দরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে এখন শুধুমাত্র ঢাকা রুটে বিমান চলাচল করে। এখান থেকে বর্তমানে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলা যাত্রী পরিবহন করছে।
শাহরিয়ার অনতু/এমএএস/এমএস