ইউপি নির্বাচন দলীয় হলে রক্তের হলি খেলা হবে


প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

ইউনিয়ন পরিষদ নির্বাচন দুরভিসন্ধি উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এ নির্বাচন দলীয় ব্যানারে হলে পরিবারের মধ্যে রক্তের হলি খেলা শুরু হবে। সরকার নীল নকশার নির্বাচন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। এ নির্বাচন কমিশন দিয়ে আজিজ মার্কা নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না।

সোমবার দুপুরে টাঙ্গাইল ভাসানী হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ershad

এরশাদ বলেন, দুই বিদেশিকে হত্যার রহস্য আজও সরকার কোনো কূল কিনারা করতে পারেনি। উল্টো যে পুলিশ নিরাপত্তা দিবে সেই পুলিশও খুন হচ্ছে। সরকার জনগণের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

টিআইবির রিপোর্টের সমালোচনা করে এরশাদ বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের কাজ কি শুধু চেয়ার ভাঙা আর ওয়াক আউট করা। আমরা সেটা না করে সরকারের গঠনমূল আলোচনা করে দেশের উন্নয়নের ভূমিকা রাখছি।

এরশাদ আরো বলেন, দেশের মানুষ আজ ভাল নেই। দূব্য মূল্যের বৃদ্ধির কারণে আজ জনগণের নাভিশ্বাস। এরশাদের আমল ছিল স্বর্ণযুগ। মানুষ আজ আবার সেই এরশাদের আমল ফিরে পেতে চায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিসতী, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।