গোপালগঞ্জে আবারও ডাকাতি, আটক ১


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৬ অক্টোবর ২০১৫

এক সপ্তাহের ব্যবধানে গোপালগঞ্জে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জনতার হাতে রশিদ শেখ (৩৫) নামে এক ডাকাত আটক হয়েছেন। রোববার রাতে শহরের মান্দারতলা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এদিকে, ডাকাতদের রামদার কোপে নৌ-বাহিনীর সাবেক পেটি অফিসার গাউসুল ইসলাম (৬৫) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা আটক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়েছে। আহত গৃহকর্তা ও  গণপিটুনিতে আহত ডাকাতকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শেখ গাউসুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। তখন আমি চিৎকার করলে ডাকাতরা রামদা দিয়ে আমাকে কুপিয়ে মারাত্মক আহত করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় রশিদ শেখ নামে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর শহরের নবীনবাগ এলাকায় ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।