রাস্তায় দাঁড়িয়ে থাকা ৩ জনকে পিষে দিল বেপরোয়া গাড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:১৮ পিএম, ০২ জুলাই ২০২০

সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগরে একটি বেপরোয়া গাড়ির চাপায় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই তেল ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলা শাহার ছেলে মনিরুল ইসলাম শাহা (৩৬), একই গ্রামের মুছা শাহার ছেলে শাকিল মিয়া (২০) ও আয়েজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, দুই তেল ব্যবসায়ী হাটিকুমরুল থেকে ১১ ড্রাম সয়াবিন তেল নিয়ে শ্যালোইঞ্জিনচালিত ভটভটিতে গুরুদাসপুর যাচ্ছিলেন। ভটভটিটি হামকুড়িয়া মান্নাননগর বাজার অতিক্রম করার পর বিকল হয়ে যায়।

এ অবস্থায় ভটভটির চালকসহ তেল ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। তখন দ্রুতগতির একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।