সুবিধাবঞ্চিত শিশুদের এক অন্যরকম দিন


প্রকাশিত: ০২:১২ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অন্যরকম এক দিন পার করলো জেলা প্রশাসন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার পঞ্চবটিতে অ্যামিউজমেন্ট ল্যান্ড পার্কে বিনামূল্যে রাইডে চড়ানোর পাশাপাশি শিশুদের প্রদান করা হয় উন্নতমানের খাবার।
 
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম জাগো নিউজকে জানান, ফতুল্লার চাঁদমারীতে ‘স্বপ্নডানা’ নামের একটি অবৈতনিক স্কুল রয়েছে, যেখানে মূলত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করা হয়।

এ স্কুল থেকে ১২০ ও ফতুল্লার মুসলিমনগর সদনের ৪০ জন শিশুকে রোববার পার্কে বিনামূল্যে প্রবেশের পাশাপাশি রাইডে চড়াসহ খাবার প্রদান করা হয়েছে। প্রশাসনের অনুরোধে পার্ক কর্তৃপক্ষ এ সুযোগটি করে দেয়।

শাহাদাৎ হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।