খাতা চ্যালেঞ্জে কুমিল্লার ৬২ শিক্ষার্থী পাস, জিপিএ-৫ পেল ৬১ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ৩০ জুন ২০২০
ফাইল ছবি

কুমিল্লায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণে ৪৪১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। সেই সঙ্গে পাস করেছে প্রথমবার ফেল আসা ৬২ জন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করে কুমিল্লার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এতে দেখা যায় পুনঃনিরীক্ষণের আবেদন করা ৪৪১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

বোর্ড সূত্র জানায়, গত ৩১ মে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এতে পাসের হার ছিল ৮৫.২২ শতাংশ। এরপর ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করে ১৭ হাজার ৬৭৭ শিক্ষার্থী।

পরে পুনঃনিরীক্ষণে ৪৪১ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। এর মধ্যে ৬২ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছে। এছাড়া গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। সেই সঙ্গে বিভিন্ন গ্রেডে ৩১৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, ১৭ হাজার ৬৭৭ জনের আবেদনের বিপরীতে ৩৯ হাজার ৩০৩টি উত্তরপত্র যাচাই করে ৪৪১ জনের ফল পরিবর্তন হয়। বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।