পুনর্বাসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৫ অক্টোবর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা-সাহানপাড়ায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রেলওয়ের জমি থেকে উচ্ছেদ করা ২৮টি পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
 
স্মারকলিপিতে বলা হয়, আমনূরা-সাহানাপাড়া এলাকায় রেলওয়ের জমিতে ২৮টি পরিবার বসবাস করতেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১০০ মেগাওয়াট বিদ্যুকেন্দ্র স্থাপনের জন্য ওই জমি অধিগ্রহণ করে পরিবাগুলোকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের শিকার পরিবারগুলো অন্যের জায়গায় কোনো রকমে বসবাস করছেন। মানববন্ধন থেকে অবিলম্বে ওই পরিবারগুলোকে পুনর্বাসন করার দাবি জানানো হয়।

আব্দুল্লাহ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।