এম সাইফুর রহমানের ছোট ভাই এম ফয়জুর রহমান মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৮ জুন ২০২০

বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই এম ফয়জুর রহমান মারা গেছেন। রোববার (২৮ জুন) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ভাগ্নে আশরাফুল আলম।

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দন গ্রামের বাসিন্দা ফয়জুর রহমান দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ফয়জুর রহমান ফখর এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লি., পূবালী ব্যাংক লি. ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের সাবেক পরিচালক ছিলেন তিনি।

রিপন দে/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।