চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত


প্রকাশিত: ০৫:২১ এএম, ২৫ অক্টোবর ২০১৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় দ্রুতগামী বাস বোগদাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেছে তাছলিম (৪) নামের এক শিশু। রোববার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনাটি ঘটে।

এর প্রতিবাদে এলাকাবাসী তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ফরহাদ জাগো নিউজকে জানান, শিশু তাছলিমা মক্তব থেকে চাঁদপুর-কুমিল্লা সড়কের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলো। হঠাৎ চাঁদপুর থেকে কুমিল্লাগামী দ্রুতগামী স্পেশাল বাস বোগদাদ শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

শিশুর বাবা তানজিল আহমেদ জাগো নিউজকে জানান, চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকার দক্ষিণ বিটি রোড মিঝি বাড়ি তাদের। তাসলিমা মহামায়া দেবপুরে ফুফুর বাড়িতে থেকে মক্তবে লেখাপড়া করতো। মক্তব থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয় সে।

চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধকৃত যানবাহন চলাচলের ব্যবস্থা করে। এলাকাবাসীর দাবির মুখে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ইকরাম চৌধুরী/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।