দেয়ালচাপায় ঘুমের মধ্যেই মারা গেল স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৫ জুন ২০২০

দিনাজপুরের খানসামায় মাটির ঘরের দেয়ালচাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

নিহত পলি আক্তার (১০) চতুর্থ শ্রেণিল শিক্ষার্থী ছিল। সে খানাসামা উপজেলার হোসেনপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন

Dinajpur

জানা যায়, বুধবার রাত ৩টার দিকে খানসামা উপজেলায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় নিজঘরে একাই ঘুমাচ্ছিল পলি আক্তার। বৃষ্টিতে ঘরটি ভেঙে পড়ে। এতে দেয়ালচাপা পড়ে পলি আক্তার মারা যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে তার লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

খানসামা খানার ওসি শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।