ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৪ জুন ২০২০

ঢাকা-সিলেট মহাসড়কে ছোট-বড় হাজারো খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যানবাহন চলাচল। দুর্ভোগ নিয়ে এই মহাসড়ক দিয়ে চলাচল করছেন পথচারী ও যাত্রীরা।

ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পর্যন্ত সড়ক ভেঙে বেহাল দশার সৃষ্টি হয়েছে। অলিপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থান ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ নিয়ে গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ।

এই মহাসড়কের ট্রাকচালক জলিল মিয়া বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অলিপুর রেলগেটের অবস্থা খুব করুণ। মহাসড়কের রেলগেটের পাশের ডিভাইডারটি ভেঙে গেছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্তমানে গর্তগুলো বড় হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। এসব গর্তের ওপর দিয়ে গাড়ি চলাচলের কারণে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে যায়। দ্রুত সংস্কার জরুরি।

অপর গাড়িচালক আব্দুল শহীদ বলেন, শায়েস্তাগঞ্জ গোল চত্বরে এলেই আতঙ্ক শুরু হয়। কখন কোন গর্তে পড়ে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। নাকি গাড়ি উল্টে যায়। এমন আতঙ্ক নিয়ে এই মহাসড়ক দিয়ে চলাচল করতে হবে। সড়কগুলো জরুরিভাবে সংস্কার করা দরকার।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের শায়েস্তাগঞ্জ উপজেলার উপ-বিভাগীয় প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী বলেন, মহাসড়কটির দিকে নজর আছে আমাদের। আগামী সপ্তাহের মধ্যে আশা করি কাজ শুরু হয়ে যাবে। সড়কটি সংস্কার করা হবে। গর্তগুলো ভরাট করে দেয়া হবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।