রাজশাহী মহানগর জামায়াতের আমির গ্রেফতার
রাজশাহী মহানগর জামায়াতের আমির প্রফেসর ড. আবুল হাশেমকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বিনোদপুর নিজ বাসা থেকে তাকে করা হয়।
মহানগর জামায়াতের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত জামায়াতের আমির ঢাকায় ব্যক্তিগত কাজ শেষে শনিবার রাত ৮টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় নিজ বাসায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর সাদা পোশাকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, তিনি প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে তিনি কিছু জানেন না। অন্যদিকে, নগর পুলিশের (মুখপাত্র) ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, তিনিও এ বিষয়টি জানেন না। তবে খোঁজ নিয়ে জানাবেন বলে জানান।
পরে শনিবার রাত ১১টার দিকে আরএমপি কমিশনার মো. শামসুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মহানগর জামায়াতের আমিরের গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, নিরাপত্তার কথা ভেবে এ ব্যাপারে কাউকে কোনো খবর জানানো হয়নি।
বর্তমানে তাকে নগর গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ড. আবুল হাশেম পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ বেশ কয়েকটি নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলা অন্যতম আসামি বলেও জানান ওই কর্মকর্তা।
শাহরিয়ার অনতু/বিএ