কয়লা তৈরির চুল্লি ধ্বংসে বনের ভেতর ভ্রাম্যমাণ আদালত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ জুন ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি বন বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় দীর্ঘদিন ধরে আজগানা, বাঁশতৈল, গোড়াই ও তরফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা স্থাপন করে।

jagonews24

আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট, তেলিনা, মহিষবাতান, গোড়াই ইউনিয়নের সৈয়দপুর, তরফপুর ইউনিয়নের ছিট মামুদপুর, বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও, বাঁশতৈলসহ পাহাড়ী অঞ্চলের বিভিন্ন এলাকায় বনের ভেতর অর্ধশতাধিক চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। কাঠ চোরেরা বনের গাছ কেটে ওইসব কারখানায় বিক্রি করত। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি চুল্লিগুলো জনবসতি এলাকায় হওয়ায় ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনে নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় একাধিক স্থানে অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরির ছোট বড় ৩০টি চুল্লি ধ্বংস করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

jagonews24

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যামণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

এস এম এরশাদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।