বাড়তি নিরাপত্তায় বরিশালে তাজিয়া মিছিল


প্রকাশিত: ০২:১০ পিএম, ২৪ অক্টোবর ২০১৫

কড়া নিরাপত্তার মধ্যে বরিশালে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে নগরীর ফলপট্টি এলাকা থেকে প্রতি বছরের ন্যায় এবারো মিছিল বের হয়।

নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে মিছিলটি। এ সময় `ইয়া হোসেন, ইয়া হোসেন` ধ্বনিতে মুখর হয়ে উঠে নগরীর রাজপথ। মিছিলে আরবি লেখা সজ্জিত বিভিন্ন রংয়ের পতাকা নিয়ে অংশ নেন শিয়া সম্প্রদায়ের মুসলমানরা।

নগরীর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন অর রশীদ জানান, শান্তিপূর্ণভাবেই তাজিয়া মিছিলটি শেষ হয়েছে। এক দশক হলো তারা তাজিয়া মিছিলের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে মিলাদ মাহফিল এবং কাঙ্গলী ভোজের আয়োজন করা হয়। তাই গেল বছর দুইটি তাজিয়া মিছিল বের হলেও এবারে ফলপট্টি থেকে একটি মিছিল বের হয়েছে। দিবসটি উপলক্ষে পোর্টরোড জামে মসজিদে মিলাদ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখায়াত হোসেন জানান, তাজিয়া মিছিলের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। অনাকাঙ্খিত কোনো ধরনে ঘটনা এড়াতে পুলিশ সর্বদা তৎপর ছিল।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।