বান্দরবানে আটক জামায়াত-শিবিরের ৪২ নেতাকর্মী জেলহাজতে
নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনার অভিযোগে বান্দরবানে আটক জামায়াত-শিবিরের ৪২ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। শনিবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ এ আদেশ দেন।
পুলিশ জানায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বান্দরবানে ইসলামী পাঠাগারে বসে নাশকতার ছক তৈরি করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা- এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় জামায়াত-শিবিরের ৪২ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শিবিরের সাথী পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
বান্দরবানের কাসেমপাড়া এনামুল হক জানান, কোরাআনের উপর আলোচন করা হবে বলে আমার ভাই রুবেলকে শিবিরের এক কর্মী নিয়ে আসে।
বান্দরবানের গোয়ালিয়াখোলা এলাকার বাসিন্দা ইলিয়াস বলেন, আল কোরাআনের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা শুনতে ইসলামী পাঠাগারে যায়।
কোরাআন শিক্ষার বিষয়টি অস্বীকার করে পুলিশ আরো জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্যই তারা জড়ো হয়েছিল।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সন্ত্রাস দমন আইনের ১০ ধারায় মামলা করেছে পুলিশ।
সৈকত দাশ/এআরএ/পিআর