ইজিবাইক উল্টে আদালত পরিদর্শক নিহত


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৫

ইজিবাইক উল্টে নীলফামারীর আদালত পরিদর্শক সোহেল আফজা (৫০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাশিমপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহেল আফজা নীলফামারীর সৈয়দপুর থেকে ইজিবাইকে করে হাশিমপুর এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। পধিমধ্যে উপজেলার হাশিমপুর এলাকায় ইজিবাইকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী সোহেল গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ও পরে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ৫৫ মিনিটে তার মৃত্যু ঘটে। এরপর সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোহেল আফজা দেড় বছর ধরে নীলফামারী জেলা আদালতে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নীলফামারী, কিশোরগঞ্জ ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেনে। তিনি পরিবার নিয়ে সৈয়দপুরে ভাড়া বাসায় থাকতেন।

জাহেদুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।