চোরাই মোটরসাইকেলসহ সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
বিদেশি মদ ও চোরাই মোটরসাইকেলসহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) মধ্যরাতে উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুলেমান তালুকদার উপজেলা সদরের মুক্তিখলা গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে। সুলোমান বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে সোমবার রাতে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদারকে গ্রেফতার করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে সুলেমান তালুকদারের কাছ থেকে বিদেশি মদ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদেশি মদ ও চোরাই মোটরসাইকেলসহ সুলেমান তালুকদারকে গ্রেফতার করা হয়। রাতেই এ ঘটনায় সুলেমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক বলেন, সুলেমান উপজেলা আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের বর্তমানে সাংগঠনিক পদে নেই। তবে তার সাধারণ সদস্য পদ রয়েছে। বিদেশি মদসহ তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মোসাইদ রাহাত/এএম/জেআইএম