হুইপ মাহাবুব আরা বেগম গিনির নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৩ জুন ২০২০

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির নামে কে বা কারা ভুয়া ফেসবুক আইডি খুলেছে। বিষয়টি নজরে আসায় হুইপের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে হুইপ মাহাবুব আরা বেগম গিনির ব্যক্তিগত কর্মকর্তা আহমেদুর রহমান মন্ডল শরীফ এ জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, হুইপ মাহাবুব আরা বেগম গিনির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেসবুক আইডি-পেজ-গ্রুপ খুলে তাতে মিথ্যা প্রচারণা এবং নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে।

আহমেদুর রহমান মন্ডল শরীফ বলেন, হুইপ মাহাবুব আরা বেগম গিনির নাম ব্যবহার করে ফেসবুকে যারা অপপ্রচার চালাচ্ছেন দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসা দরকার।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।