বিদেশি মেরে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, হরতাল-অবরোধের নামে ৯২ দিন দেশের মানুষ মেরে ক্ষান্ত হননি। তিনি এখন বিদেশি মেরে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন। এভাবে বিদেশি মেরে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না।
শনিবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার মুক্তমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন মন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, যেখানে সারা পৃথিবীতে একটা অস্থিরতা চলছে, তার প্রভাব থেকে বাংলাদেশও কাটিয়ে উঠতে পারেনি। আর সেই অজুহাতে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে আসতে চায়নি, অথচ সেই অস্ট্রেলিয়ার পুলিশ হেডকোয়ার্টারের সামনে গুলি করে মেরে ফেলা হল দুই পুলিশ সদস্যকে।
কৃষিমন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ স্কট দিয়ে বাংলা ভাইকে দিয়ে ট্রাকে মিছিল করিয়েছে। আমরা কিন্তু তা ভুলি যায়নি। কাজেই সন্ত্রাস লালন করে কারা, তা বাংলার মানুষ জানে। একটি ঘটনা ব্যতীত দেশে শান্তি প্রিয়ভাবে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হয়েছে। এখানে দানব আর মানবের লড়াইয়ে মানবই জয়ী হয়েছে। মানব যদি জয়ী না হতো তাহলে পৃথিবী সভ্যতার দিকে এগুতে পারতো না।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/এআরএ/পিআর