ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে কৃষক হত্যা


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৪ অক্টোবর ২০১৫

ঝিনাইদহে আব্দুল আজিজ মন্ডল (৪৫) নামের এক কৃষককে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার পদ্মকর ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল আজিজ ওই গ্রামের আইজুদ্দীন মন্ডলের ছেলে।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী গোয়ালপাড়া বাজারে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে কৃষক আব্দুল আজিজ বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর গ্রামের হাসেম মুন্সির কাঁঠাল বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, কৃষক আজিজ মন্ডল সহজ-সরল মানুষ ছিল। সম্ভবত গরু কেনার টাকা নেয়ার জন্য দুর্বৃত্তরা তাকে নির্যাতন করে হত্যা করেছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।