পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ অক্টোবর ২০১৫

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় কামরুল হাসান নামের এক আসামি পালিয়েছে। এ ঘটনার পর থেকে কুমেকের আশেপাশের এলাকাসহ নগরীতে পুলিশের তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটলেও সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গ্রেফতারের সময় পায়ে ব্যথা পায় কামরুল। শুক্রবার দুপুরে পায়ে ব্যথা অনুভূত হলে তাকে কুমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর কামরুল সেখান থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. আইয়ূব বিষয়টি নিশ্চিত করেছেন।  

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।